ঢাকা, শুক্রবার   ১৮ জুলাই ২০২৫

চট্টগ্রামে স্বাচিপের সভাপতি ডা. জামাল সংবর্ধিত 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫৬, ১৭ ফেব্রুয়ারি ২০২৩

Ekushey Television Ltd.

স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) নবনির্বাচিত সভাপতি ডা. জামাল উদ্দিন চৌধুরীকে চট্টগ্রামে গণসংবর্ধনা দেওয়া হয়েছে। বৃহস্পতিবার রাতে নগরের তাসফিয়া কনভেনশন হলে তাঁকে গণসংবর্ধনা দেওয়া হয়। এসময় অনুষ্ঠানে চট্টগ্রাম নগর, উত্তর জেলা আওয়ামী লীগের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। 

বক্তারা বলেন, যোগ্যতার পরীক্ষায় উত্তীর্ণ হওয়ায় স্বাচিপের সভাপতি হয়েছেন ডা. জামাল উদ্দিন চৌধুরী। তিনি দলের জন্য নিবেদিতপ্রাণ। সন্দ্বীপেরও গর্বিত সন্তান তিনি। 

আওয়ামী লীগের সাবেক জাতীয় পরিষদ সদস্য অ্যাডভোকেট আনোয়ারুল কবীরের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। 

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগের সভাপতি এম এ সালাম, চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ইসমাইল খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাসির উদ্দীন, উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, পরিষদের মহাসচিব অধ্যাপক ডা. কামরুল হাসান মিলন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সন্দ্বীপ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম আনোয়ার হোসেন, জাফর উল্ল্যাহ টিটু, সাহাদাত চৌধুরী ও মাকসুদুর রহমান ফুল মিয়া।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি